ভারতের উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম শিবসিংপুর। দারিদ্র্য, সংস্কার, জীবিকার তাড়নায় ঠাসা আর পাঁচটা গ্রাম যেমন হয়, শিবসিংপুরকে তার থেকে আলাদা করা যায় না। কিন্তু এই গ্রামেই সম্প্রতি হইহই পড়ে গেছে এক ‘সেলিব্রিটি’কে নিয়ে। গ্রামের মানুষদের চোখের মণি হয়ে উঠেছেন গ্রামেরই এক ছেলে।