মোহাম্মদ শামিকে যারা 'গদ্দার'(বিশ্বাসঘাতক)বলেছিলেন, সেই মানুষদের মেরুদণ্ডহীন বললেন ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগেরদিন প্রথাগত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, "ওই সব মেরুদণ্ডহীন মানুষরা গর্তে ঢুকে থেকে আক্রমণ করে, সামনে আসার সৎ সাহস নেই। এই মানুষরা সোশ্যাল সাইটকেই বেছে নেন ওই সব কথা বলার জন্য।"
প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারের পরে শামিকে আক্রমণ করে বলা হয়েছিল, তিনি "টাকা খেয়ে" ম্যাচ ছেড়েছেন, আর পাক ব্যাটসম্যানদের সুবিধে করে দিয়েছেন। সেই জন্যই কোহলি বলে দিয়েছেন, "বর্তমান দুনিয়ার বিনোদনের মাধ্যম এটাই হয়ে দাঁড়িয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনকও। কোনও মানুষের মানসিকতা এর থেকে আর নীচে নামতে পারে না। এভাবেই আমি এই লোকগুলোকে দেখি।"
গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বিরাট বলেছেন, "ব্যক্তিগতভাবে আমরা জানি যে মাঠে আমাদের কী করতে হবে। চারিত্রিক এবং মানসিক দৃঢ়তা আছে আমাদের। আমরা মাঠে যা করছি, তা দূরদূরান্ত থেকেও এইসব লোকগুলো ভাবতে পারবেন না।" তিনি আরও জানান, "ভারত কোনও ম্যাচ হারতে পারে না বলে বাইরের লোকজন কী ভাবছে,তা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমি খেলাধুলা করি।আমি জানি, সেই খেলাধুলা কেমন হয়। বাইরের লোকজন কী ভাবেন, তাতে আমাদের দলের কোনও যায় আসে না। আমরা কখনও সেটা মনোযোগ দিইনি। ভবিষ্যতেও সেটা নিয়ে আমরা মাথা ঘামাব না। আমি আগেও বলেছি যে আন্তর্জাতিক স্তরে খেলার বিষয়টি আলাদা।"
কোহলি বেশ রাগতস্বরে মিডিয়া প্রতিনিধিদের বলেছেন, "ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার কথা কোনও দিন ভাবিনি।ধর্ম একটা পবিত্র বিষয়। আমাদের ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব কখনও নষ্ট হতে দেওয়া উচিত নয়। কোনওদিন এই সব বিষয়কে প্রশয় দিইনি, এখনও দেব না। যেসব মানুষ আমাদের বোঝেন, তাঁদের কুর্নিশ জানাতে চাই।"
অক্টোবর ২৪-এর ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। ভারতের ১৫১ রানের ইনিংস তাড়া করে ১৫২ রানের টার্গেট নিয়ে ১৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। পাকিস্তানের পক্বে বাবর ৬৮ এবং রিজওয়ান ৭৯ রান করেন। বোলার শাহিন শাহ আফ্রিদি ভারতকে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেন।প্লেয়ার অব দ্য ম্যাচ পুরষ্কারটি তিনিই পান। ওদিকে ভারতের ভিরাট কোহলী নিজ দলের মধ্যে সর্বোচ্চ ৫৭ রান করেন।