প্রত্যাশিতভাবেই ভারতীয় দলের কোচ নিযুক্ত হলেন রাহুল শরদ দ্রাবিড়। তিনি দলের দায়িত্ব নেবেন টি-২০ বিশ্বকাপ শেষেই। এরপর ভারতীয় দল ঘরের মাঠে খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজেই সিনিয়র দলের কোচ হিসেবে অভিষেক হতে চলেছে রাহুলের।
তিনি কোচ হবেন, প্রায় নিশ্চিত ছিল। একটা সময় তিনি কোহলিদের কোচ হতে চাননি, কিন্তু বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি তাঁকে রাজি করিয়েছেন।
দ্রাবিড় কোচ হওয়ার খবর বুধবার রাতেই জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা জানিয়ে দেয়, দ্রাবিড়ই মূল কোচ নিউজিল্যান্ড সিরিজ থেকে। তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করা হয়েছে। পরে সেটি বাড়ানো হতে পারে।
রবি শাস্ত্রী বিদায়ের পরে কোচ হবেন দ্রাবিড়, এটা ঠিকই ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' দায়িত্ব নিতে চাননি ছেলে সমিতের কারণে। সমিত ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা। কোচ দ্রাবিড় থাকলে পুত্র সমিতের দলে অন্তর্ভূক্তি নিয়ে সমস্যা হতে পারে, এটি ভেবেই তিনি দায়িত্ব নিতে চাননি।
এদিন দ্রাবিড়কে কোচ ঘোষণা করার পরে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, "দ্রাবিড়কে শুভকামনা জানাই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির হয়ে দারুণ কাজ করেছে দ্রাবিড়। সেই হিসেবে দলের ক্রিকেটারদের সঙ্গে দারুণ সম্পর্ক। আগামী দিনে ভারতীয় ক্রিকেটের ভাল হবে।"
দ্রাবিড় দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, "রবি শাস্ত্রীর হাত ধরে ভারতীয় ক্রিকেটের ভালই হয়েছে। আমি সেই ধারা বজায়ের চেষ্টা করব। আমার কাছে এটি দারুণ সম্মানের বিষয়।"