ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনসিবি সোমবার জানিয়েছে, এখনই শাহরুখের বাড়িতে তল্লাশির প্রয়োজন নেই। তাঁরা মন্নতে যাচ্ছেন না। কারণ, তদন্তকারীরা মনে করছেন, বন্ধুবৃত্তে আরিয়ান মাদক আনত না। আনত অন্য কেউ। শাহরুখ-পুত্র শুধু খরচ দিত। তাই গোয়েন্দারা একথা মনে করছেন না যে, মন্নতে মাদক মজুত থাকতে পারে।