অ্যাকসেসিবিলিটি লিংক

রাজ্য সরকারের তহবিল থেকেই করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের


করোনাভাইরাসে মারা যাওয়া একজনের লাশ নিয়ে যাচ্ছেন নয়া দিল্লির স্বাস্থ্য কর্মীরা - ফাইল ফটো - রয়টার্স
করোনাভাইরাসে মারা যাওয়া একজনের লাশ নিয়ে যাচ্ছেন নয়া দিল্লির স্বাস্থ্য কর্মীরা - ফাইল ফটো - রয়টার্স

করোনায় মৃতদের পরিবারকে যাতে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হয় সে ব্যাপারে শীর্ষ আদালতের কাছে আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার। সেই আবেদন মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার আদালত জানিয়েছে, রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকেই কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। রাজ্যের যে কোনও জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যেই সেটি পড়বে।

শীর্ষ আদালত জানিয়েছে, কোভিডে মৃত্যু হলে পরিবার যদি ৩০ দিনের মধ্যে আবেদন করে তাহলে ক্ষতিপূরণের টাকা দিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে সেই অর্থ দেওয়া হবে। আবেদন করার জন্য ডেথ সার্টিফিকিটে, কোভিডে মৃত্যুর নথিপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জমা করতে হবে। কেন্দ্রের প্রস্তাব মতো ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তবে রাজ্য সরকার চাইলে এর বেশিও দিতে পারে।

কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তিন বিচারপতির বেঞ্চ করোনায় মৃতদের পরিবারকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে তা খতিয়ে দেখার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল।

কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে বলেছিল, করোনায় মৃত্যু হলে সেই ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের ওপরেই। সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এ ব্যাপারে দায়িত্ব নেবে জেলার বিপর্যয় মোকাবিলা দফতর ও প্রশাসনিক কর্মকর্তারা।

২০০৫-এর বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী, করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের হয়েছিল। সেই সময় মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানানো হয়েছিল শীর্ষ আদালতে। সেই সময় শীর্ষ আদালতে মোদী সরকার জানিয়েছিল, করোনায় সব মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। কারণ এটা শুধুমাত্র জাতীয় বিপর্যয়ের মধ্যে পড়ে।

কেন্দ্র আরও বলেছিল, কোভিড ও লকডাউনের কারণে আর্থিক সঙ্কট চরমে। তার ওপর চার লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতি পরিবারকে এত টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। সে দায়িত্ব নিতে হবে রাজ্যগুলির সরকারকেই। শীর্ষ আদালতে এই নিয়ে প্রস্তাবও পেশ করেছিল কেন্দ্র। সেই প্রস্তাবেই অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট।

XS
SM
MD
LG