নজরুল সৈয়দ এর পরিচয় সবার কাছে দেশের একজন প্রথম সারির নির্মাতা, গবেষক ও লেখক হিসেবে। কিন্তু একমাত্র কন্যা আকাশলীনা নিধির কাছে, নজরুল তার বেস্ট ফ্রেন্ড, গাইড এন্ড পার্টনার ইন অলমোস্ট এভরিথিং। নিধির সব সিক্রেটস জানেন নজরুল, নিধির বাবা, নিধির ‘সিঙ্গেল’ ফাদার। আর বাবা নজরুলের কাছে নিধি? নজরুলের মহাবিশ্ব। নজরুলের সবকিছুই আবর্তিত হয় তার মেয়ে নিধিকে ঘিরেই। নিধির বয়স যখন ছয় বা সাত, নিধির মা'র সঙ্গে আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল নজরুলের। তারপর থেকে দু’জনের কাছে আলাদাভাবে বিভিন্ন সময় থাকলেও বাবা-মার নিবিড় যত্নের অভাব কখনও নিধির হয়নি। ওর বাবা-মা দুজনই সচেতন ছিলেন একটা ব্রোকেন ফ্যামিলির নেতিবাচক প্রভাব যতটা সম্ভব কম যেন নিধির জীবনে পড়ে। কিভাবে বেড়ে উঠছে, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে নিধি? নজরুলই বা কিভাবে মেয়ের সাথে সাথে নিজেও বড় হচ্ছেন, পরিণত হয়েছেন, হচ্ছেন? কেমন করে কাটে বাবা-মেয়ের যাপিত জীবন? বাবা দিবসকে সামনে রেখে ভয়েস অফ আমেরিকার দর্শকদের জন্য এক অনন্য ‘সিঙ্গেল ফাদার’ আর তার ইউনিক মেয়ের সম্পর্কের গল্প তুলে এনেছেন মারজানা সাফাত।
খন্ড
-
মার্চ ১৪, ২০২৫ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস
-
মার্চ ১৩, ২০২৫এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
-
মার্চ ১৩, ২০২৫ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের গ্রেপ্তারে বিক্ষোভ