রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ অবৈধ ভাবে হয়েছে বলে টুইটে বিস্ফোরক অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। সরাসরি ২৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকা দিয়ে রাজ্যপাল দাবি করেছেন, এই বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্যদের নিয়োগ বৈধ নয়। আচার্য হিসেবে তিনি কোনও অনুমোদনই দেননি।
তালিকায় রয়েছে যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা, কল্যাণীর মতো প্রথম সারির বিশ্ববিদ্যালগুলি।
রাজ্যপাল বলেছেন, নিয়ম বহির্ভূত ভাবে এই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়েছে। আচার্য হিসেবে তিনি কিছু জানেন না। ধনকড়ের অভিযোগ, পদাধিকারবলে রাজ্যপাল আচার্য পদে আসীন। তাকে না জানিয়ে কী করে এই মেয়াদ বৃদ্ধি সম্ভব হল তা নিয়েই প্রশ্ন তুলেছেন ধনকড়।
পাল্টা রাজ্য সরকারের অভিযোগ, রাজ্যপালকে নিয়োগ ও উপাচার্যের মেয়াদবৃদ্ধি সংক্রান্ত নথি পাঠানো হলেও তিনি কোনও উত্তর দেননি। দিনের পর দিন ফাইল আটকে রেখেছেন বলে অভিযোগ। এইভাবে কোনও বিশ্ববিদ্যালয় চলতে পারে না। তাই বাধ্য হয়েই পদক্ষেপ করেছে রাজ্য।
রাজ্যপালের এই টুইট নিয়ে দ্য ওয়াল-এর তরফে যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি জানিয়েছেন, এ ব্যাপারে কোনও মন্তব্য করবেন না। ফোন তোলেননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
কয়েকদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী সময়ের জন্য বসানো যায় কি না তা রাজ্য সরকার ভাবছে। কারণ রাজ্যপাল রাজ্যের শিক্ষাঙ্গনে অচলাবস্থা তৈরি করতে চাইছেন।