মাস্ক পরতে না চাইলে কড়া ব্যবস্থা, দায়িত্ব নিয়েই বললেন কলকাতার নতুন পুলিশ কমিশনার

বড় দিনে কলকাতার পার্কস্ট্রিটের ছবি দেখে অনেকেই ভয় পেয়েছিলেন। ওমিক্রন যখন মাথা তুলছে তখন ওই ভিড়, মাস্কহীন মুখ, কোভিড নিয়ে নির্লিপ্ততা—এসব নিয়েই ব্যাপক সমালোচনা হয়েছে। এই এক সপ্তাহে সংক্রমণ আরও বেড়েছে। উদ্বেগ গোপন করছে না প্রশাসনও। তবে দেশের বহু রাজ্য বর্ষবরণে বিধিনিষেধ আরোপ করলেও কলকাতা সে পথে হাঁটেনি।

থার্টি ফাস্ট দুপুরেই লালবাজারে এসে কলকাতার নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছেন বিনীত গোয়েল। পয়লা দিনেই তার অগ্নিপরীক্ষা বর্ষবরণের ভিড় নিয়ন্ত্রণ। এ ব্যাপারে কলকাতা পুলিশের পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন নগরপাল।

এদিন বিনীত গোয়েল বলেন, “পার্কস্ট্রিটে ভিড় হবেই। তা নিয়ন্ত্রণ করতে ওখানে পুলিশ বাহিনীও মজুত থাকবে। প্রচুর পরিমাণ মাস্কও রাখা থাকবে। যারা মাস্ক পরবেন না তাদের আমরা মাস্ক দেব। তারপরেও না পরতে চাইলে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে।”

মাস্ক নিয়ে অনীহা ব্যাপক ভাবে দেখা যাচ্ছে। বাজার, দোকান, ট্রেন, বাস—অনেকেই মাস্ক পরছেন না। অনেকে আবার এও বলছেন, এতদিন তার কোভিড হয়নি তাই আর হবে না। কেউ বলছেন, তিনি যে পোশাক পরেছেন তার সঙ্গে মাস্কটা ঠিক যায় না!

কলকাতার নতুন পুলিশ কমিশনার স্পষ্ট করেই বলেছেন, প্রথমে প্রশাসন সতর্ক করবে। মাস্ক-হীনদের মাস্ক দেওয়া হবে। কিন্তু কেউ যদি তারপরেও তা না পরেন, বা পকেটে ঢুকিয়ে রাখেন তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিনীত এও জানিয়েছেন, এদিন তিনি শহরের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করবেন।