পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়ালো, কলকাতায় ৭ হাজার ওপর

কলকাতার হাওড়া ব্রিজ

পশ্চিমবঙ্গে, গতকালই ১৫ হাজারের গন্ডি পেরিয়ে গিয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টায় তিনহাজার বেশি আক্রান্ত হয়ে এখন আক্রান্তের সংখ্যা ১৮ হাজারে দাঁড়িয়েছে। প্রচণ্ড গতিতে বাড়ছে সংক্রমণ। অন্যান্য রাজ্যগুলির মত পশ্চিমবঙ্গও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। করোনা আক্রান্তের নিরিখে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে আছে।

আতঙ্ক কয়েকগুণ বাড়িয়ে ঊর্ধ্বমুখী কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলা। সংক্রমণ বাড়ায় আরও বাড়ল মাইক্রো কন্টেইনমেন্ট জোন। কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৫০ পেরোল। করোনার সংক্রমণ সবদিক থেকে আটকাতে তৎপর পুলিশ প্রশাসন।

শহরের বিভিন্ন বাজারে সকাল থেকেই চলছে মাইকিং। সঙ্গে ধরপাকড়। মাস্ক না পড়লেই পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। প্রচার চলছে, মাস্ক বিলি চলছে সর্বত্র। কিন্তু তাও করোনার বাড়বাড়ন্ত আটকানো যাচ্ছে না।

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। তবে সেইদিকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯১২ জন। ওদিকে, সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কলকাতায়। ৭ হাজার ৪৮৪ জন আক্রান্ত হয়েছেন শহরে।