জ্যাক ডরসি সড়ে দাঁড়ালেন, টুইটারের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

টুইটারের নতুন সিইও হিসেবে পরাগ আগরওয়ালের নাম ঘোষণা করা হয়েছে। টুইটারের দেয়া এই ছবিতে পরাগ আগরওয়ালকে দেখা যাচ্ছে। (ছবি-এপি/টুইটার/ইলিয়ান র‍্যাফউল)

পদত্যাগ করছেন টুইটারের চিফ এক্সিকিউটিভ অফিসার জ্যাক ডরসি। তাঁর জায়গায় টুইটারের নতুন সিইও হলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। এতদিন কোম্পানির চিফ টেকনোলজি অফিসার ছিলেন তিনি।

সিইও পদে ডরসির মেয়াদ ২০২২ পর্যন্ত ছিল। কিন্তু মেয়াদ শেষের আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টুইটারের তরফে জানানো হয়েছে, যতদিন না মেয়াদ শেষ হচ্ছে, ততদিন টুইটারের পরিচালক মণ্ডলীর বোর্ডে থাকবেন ডরসি। তবে সরে দাঁড়াবেন সিইও পদ থেকে।

টুইটারের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন ডরসি। তিনি বলেছেন, "আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমার মনে হয় এই কোম্পানি এখন প্রতিষ্ঠাতাদের হাত থেকে সরে যাওয়ার মতো জায়গায় পৌঁছে গেছে। পরাগের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। গত ১০ বছর ধরে ও যেভাবে কাজ করেছে তা সত্যিই প্রশংসনীয়। এখন ওর নেতৃত্ব দেওয়ার সময়।"

১৬ বছর বাদে জ্যাক ডোরসির ইস্তফার পর ৩৭ বছরের পরাগ ট্যুইটারের নতুন সিইও হয়েছেন। পরাগ এস অ্যান্ড পি-র ৫০০ জনের তালিকায় সর্বকনিষ্ঠ সিইও এখন।