কোটা বাতিল আন্দোলনঃ ছাত্রীরা কেন কোটার বিরুদ্ধে?

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকারি চাকরিতে তাদের জন্য কোটার সুবিধা থাকলেও এর বিরোধিতা করছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের বড় একটি অংশ। কোটাবিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য সংখ্যক নারীর উপস্থিতি দেখা যাচ্ছে।

আন্দোলনকারীরা বলছেন, তারা মূলত বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। চাকরির ক্ষেত্রে তাদের এভাবে কোটা দেওয়া মানে পুরুষ প্রার্থীদের বৈষম্যের ভেতরে ফেলে দেওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে আসা এক নারী শিক্ষার্থী বলেন, ‘‘প্রথম-দ্বিতীয় শ্রেণির চাকরিতে আবেদনের যোগ্যতা অনার্স থাকা লাগে। এরপর সে কিন্তু অনগ্রসর থাকে না।’’

আরেক শিক্ষার্থী মনে করেন, ‘‘পুরো নারী শ্রেণিটাই অনগ্রসর নয়। নারীদের মধ্যে কেউ কেউ হতে পারে। সেটার জন্য পুরো নারী শ্রেণি অনগ্রসর না।’’

‘‘আমাদের যারা ফ্রেন্ড বা বড়ভাই আছেন, তারা সকাল থেকে সেন্ট্রাল লাইব্রেরিতে লাইন দেন। বিসিএসের প্রস্তুতি নেওয়ার জন্য। আমরাও সেখানে পরীক্ষা দেই। একবিংশ শতাব্দীতে এসে মেয়েরা কিন্তু অনগ্রসর জনগোষ্ঠী রইলো না। সেক্ষেত্রে মেয়েদের চাকরির ক্ষেত্রে আলাদা একটা কোটা দিয়ে সুবিধা দেওয়ার প্রয়োজনীয়তা আমি বোধ করি না।’’

👉 কোটা বাতিল আন্দোলন: ‘পলিটিকাল ব্যানারে’ থাকবে না ছাত্রদল বললেন সাহস /a/7691042.html

👉 কোটা বাতিল আন্দোলন: ভয়েস অফ আমেরিকাকে যা বললেন মহিউদ্দিন রনি /a/7688320.html

👉 কোটা বাতিল আন্দোলন: সমাধানে কমিশন গঠনের প্রস্তাব সাদ্দামের /a/7690014.html

👉 কোটা বাতিল আন্দোলন: আদিবাসীদের ৫ শতাংশ কোটা যেন বহাল থাকে এমন দাবী অলিক মৃ'র /a/7694261.html