শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে বুধবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন শেখ হাসিনা

এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ২২ এপ্রিল, ২০২৪।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে, ৬ দিনের সরকারি সফরে বুধবার (২৪ এপ্রিল) থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করা এই সফরের উদ্দেশ্য বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার (২২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে লেটার অফ ইনটেন্টসহ বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি সই হবে এই সফরে।

হাছান মাহমুদ আরো জানান, বাংলাদেশ ও থাইল্যান্ড, সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে পারে। এছাড়া, সম্পর্ক সম্প্রসারণের জন্য পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সম্পর্কিত পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত আরো দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “এটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফর। প্রধানমন্ত্রীর সফরকালে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ থাইল্যান্ডের সমর্থন চাইবে। আলোচনা হবে নৌপরিবহন সংযোগ নিয়ে। এছাড়া, বাংলাদেশ থাইল্যান্ডের কাছ থেকে আরো বিনিয়োগ প্রত্যাশা করবে।”

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৭২ সালে। এরপর, এই প্রথম বাংলাদেশ থেকে কোনো শীর্ষ নেতা থাইল্যান্ড সফর করছেন।

এই সফর বাংলাদেশ ও থাইল্যান্ড উভয়ের জন্যই তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন হাছান মাহমুদ। বলেন, “কারণ এটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।”

মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

শেখ হাসিনাকে ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে এবং তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে। একই দিনে গভর্নমেন্ট হাউজে প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, থাইল্যান্ডের রাজা ও রানী সঙ্গে রাজকীয় সাক্ষাৎ করবেন।

বহুপক্ষীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, কমিশন ফর এসকাপ’র ৮০তম অধিবেশনে যোগ দেয়ার কথা রয়েছে। তিনি ২৫ এপ্রিল এসকাপ’র অধিবেশনে ভাষণ দেবেন। একই দিনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) নির্বাহী সচিব আরমিদা সালসিয়া আলিসজাবানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

‘লিভারেজিং ডিজিটাল ইনোভেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক' প্রতিপাদ্যকে সামনে রেখে, কমিশন ফর এসকাপ’র অষ্টম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এতে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রনেতা ও মন্ত্রী এবং অন্যান্য মূল স্টেকহোল্ডার যোগ দেবেন।