কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বংলাদেশ সফরে আসছেন সোমবার (২২ এপ্রিল)। দু'দিনের এই সফরের সময় বাংলাদেশ ও কাতারের মধ্যে ১১টি সহযোগিতার বিষয়ে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হবে।
রবিবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, ৬টি চুক্তির মধ্যে একটি হলো বন্দী বিনিময় চুক্তি। তিনি বলেন, “এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। চলতি বছর নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য থেকে এটিই প্রথম উচ্চ পর্যায়ের সফর।”
এছাড়া, বাণিজ্য ও বিনিয়োগ, দ্বৈত কর পরিহার, জনশক্তি রপ্তানি সংক্রান্ত নথিও সই হবে কাতারের আমিরের এই সফরে, জানান পররাষ্ট্রমন্ত্রী।
দ্বিপক্ষীয় ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র ছাড়াও, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে।
হাছান মাহমুদ বলেন, “স্বাভাবিকভাবেই ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত আলোচনায় আসতে পারে। গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সবাই এটা চায়। আমরাও চাই।”