বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সোমালিয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ আব্দুল্লাহর নাবিকদের উদ্ধারে আলোচনা ও চাপসহ সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
“যারা জাহাজ অপহরণ করেছে তাদের সঙ্গে আলোচনা চলছে। নাবিকরা ভালো আছেন। তাদের খাবার-দাবারে কোনো অসুবিধা নেই;” জানান হাছান মাহমুদ।
তিনি আরো জানান, নাবিকরা কেবিনে আছেন। আলোচনা অনেক দূর এগিয়েছে। “আমরা আশা করছি শিগগিরই তাদের মুক্ত করা সম্ভব হবে;” জানান হাছান মাহমুদ।
দস্যুদের ওপর চাপ অব্যাহত রাখা হয়েছে বলেও জানান তিনি। বলেন, সেই জাহাজের আশেপাশে বিদেশি জাহাজ প্রস্তুত আছে। আলোচনার পাশাপাশি, জলদস্যুদের ওপর নানামুখী চাপ রয়েছে।
“উদ্ধারের দিনক্ষণ বলা সম্ভবপর নয়; তবে, অনেক অগ্রগতি হয়েছে;” জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।