ক্ষমতাসীন আওয়ামী লীগ বাংলাদেশে ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার (৩০ মার্চ) জাতীয়তাবাদী যুবদলের কারাগারে আটক নেতা রবিউল ইসলাম নয়নের বাসায় যান মঈন খান। এ সময় তিনি এ অভিযোগ করেন।
“এটা স্বাভাবিক যে বাংলাদেশের কিছু লোক আওয়ামী লীগকে সমর্থন করবে; কেউ বিএনপি বা অন্য কোনো দলের পক্ষ নেবে। বাংলাদেশ গণতন্ত্রের জন্য লড়াই করেছে। কিন্তু দেশে এখন তা অনুপস্থিত। এ অবস্থায় আমরা কিভাবে বাঁচবো;” যোগ করেন মঈন খান।
রাজনৈতিক বিশ্বাসের কারণে নয়নের স্ত্রী ও পরিবারের সদস্যদের কীভাবে হয়রানি করা হচ্ছে সে বিষয় তুলে ধরেন তিনি। পরিবারটিকে অন্য কোথাও যেতে দেয়া হচ্ছে না জানিয়ে মঈন খান বলেন, “পুলিশ তাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।”
মঈন খান আরো বলেন, “বিরোধী দলের সদস্যদের ওপর দমন-পীড়ন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।” জনগণ এখন গণতন্ত্র, ভোটের অধিকার ও বাক স্বাধীনতার জন্য লড়াই করছে বলে উল্লেখ করেন তিনি।
ড. খান বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করুন এবং দেশে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করুন।”
তিনি বলেন, বাংলাদেশের জনগণ ২০১৪ ও ২০১৮ সালের মতো ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। “জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে হলে গণতন্ত্র নিশ্চিত করতে হবে, বাকস্বাধীনতা দিতে হবে, ভোটের অধিকার নিশ্চিত করতে হবে; যার জন্য ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন;” আরো বলেন মঈন খান।
“আমরা একটি স্বাধীন সমাজে বাস করতে চাই, যার জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। বাংলাদেশের মানুষ এটাই চায়;” তিনি যোগ করেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ড. মঈন বলেন, বিএনপি বিদেশিদের সমর্থনে নয়, জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছে।
ওবায়দুল কাদের: ‘গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নে প্রধান বাধা বিএনপি’
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য বিএনপি নেতাদের জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত।
বুধবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, “এদেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নে বিএনপি প্রধান বাধা।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
স্বৈরশাসনের গর্ভে জন্ম নেয়া বিএনপি মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের আদর্শ ও মূল্যবোধকে ধ্বংস করার অপচেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি নেতাদের উচিত অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। “কিন্তু তারা তা না করে বরাবরের মতো অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিচ্ছেন;” বলেন ওবায়দুল কাদের।
গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মূলত দেশকে তারেক রহমানের দুঃশাসনের যুগে ফিরিয়ে নিতে চায়। “২০০১ সালের পর বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগের প্রায় ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে;” বলেন ওবায়দুল কাদের।
“এই অপশক্তির বিরুদ্ধে এ দেশের গণতান্ত্রিক ও দেশপ্রেমিক নাগরিক সমাজ আজ ঐক্যবদ্ধ;” যোগ করেন ওবায়দুল কাদের।
বিএনপি নেতাদের বক্তব্য মিথ্যাচার ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে, এর নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।