বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রতিনিয়ত নতুন প্রযুক্তি বিকশিত হওয়ায় নতুন চ্যালেঞ্জ সামনে আসছে।
“আর সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিভিত্তিক পুলিশ বাহিনী গড়ে তোলা এখন সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে;” আসাদুজ্জামান আরো বলেন।
শনিবার (২৩ মার্চ) সকালে, পুলিশ স্টাফ কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
“দেশে অপরাধ দমনে দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে;” আরো জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তুলতে, পুলিশ স্টাফ কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দশ মাসের এই কোর্সে বাংলাদেশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন।