বাংলাদেশে স্বাধীনতা পদকের জন্য মনোনীত হলেন ১০ বিশিষ্ট নাগরিক

বাংলাদেশের স্বাধীনতা পদক

এ বছর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন ১০ বিশিষ্ট নাগরিক। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক দেয়া হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) প্রকাশিত এক প্রজ্ঞাপনে মনোনীত ব্যক্তিদের নাম জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য, মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তার, মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) এবং মুক্তিযোদ্ধা শহীদ আবু নাঈম মোহাম্মদ নজিব উদ্দিন খান (খুররম) (মরণোত্তর) এ পদকের জন্য মনোনীত হয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য ড. মোবারক আহমেদ খান স্বাধীনতা পদক পাচ্ছেন।চিকিৎসা শাস্ত্রে অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন ডা. হরিশংকর দাস।

সংস্কৃতিতে অবদানের জন্য মোহাম্মদ রফিকুজ্জামান এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ফিরোজা খাতুন এবারের পদক পাচ্ছেন।

পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে, অরণ্য চিরণ, মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোল্লা ওবায়দুল বাকী ও এস এম আব্রাহাম লিংকন স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন।

দেশের জন্য গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গত বছর ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।

বাংলাদেশে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক দেয়া হচ্ছে।