নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতির জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি; একথা বলেছেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত সম্মেলনে অংশ নেয়া প্রতিনিধিরা।
রবিবার(১০ মার্চ) ঢাকার একটি হোটেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সম্মেলনের আয়াজন করা হয়। এতে প্রধান তিন রাজনৈতিক দল; আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নারী নেত্রী অংশগ্রহণ করেন।
বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা। এই সম্মেলনের শিরোনাম ছিলো, নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতির জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন।
সম্মেলনের শুরুতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল ডিরেক্টর ড. আবদুল আলীম বৈশ্বিক বিশ্লেষণ তুলে ধরেন। আর্থিক স্বাধীনতা নারীর রাজনৈতিক অংশগ্রহণকে কিভাবে উৎসাহিত করে, সে বিষয়ে আলোকপাত করেন তিনি। বিশ্লেষণ করেন, কিভাবে নারীর অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী করে।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের সম্পদের বিবরণ বিশ্লেষণ করে ড. আলীম উল্লেখ করেন যে, তুলনামূলকভাবে উচ্চ আয় ও সম্পদশালী প্রার্থীরা রাজনৈতিক অংশগ্রহণের বাধা অতিক্রম করতে এবং তাদের দলের মধ্যে আরো সুযোগ সুরক্ষিত করতে বেশি সক্ষম।
মূল প্রবন্ধে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং নারীর অংশগ্রহণ বাড়াতে সরকারের উদ্যোগের জন্য সুপারিশ তুলে ধরা হয়।
যুক্তরাজ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর (এফসিডিও) সহায়তায়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র জোরদার এবং আন্তঃদলীয় সহনশীলতা ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে, একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের অংশগ্রহণকারীদের নিয়ে অনুষ্ঠিত প্যানেল আলোচনায়, লিঙ্গ সমতা প্রচার এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর কৌশলগত পরিকল্পনার প্রস্তাব পাওয়া যায়।
প্যানেল আলোচনায় অংশ নেন; বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গবেষণা ও তথ্য বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ; বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল; জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আহসান আদেলুর রহমান; অ্যারোমা দত্ত এমপি, ব্রতী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ।
ড. সেলিম মাহমুদ বলেন, নারীর জন্য বিনিয়োগ একটি সামগ্রিক বিষয়, শুধু নারীকে অর্থ দিলেই হবে না, সেই অর্থ ব্যয় করার জন্য ব্যবস্থাপনা জ্ঞান থাকতে হবে।
অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সম্মেলনে নারী প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান বাতিলের প্রস্তাবকে সমর্থন জানান। তিনি বলেন, এ বিষয়ে গণমাধ্যমকে সম্পৃক্ত করা উচিত।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আহসান আদেলুর রহমান বলেন, দলীয় মনোনয়নে ৩৩ শতাংশ নারী মনোনয়নের বাধ্যবাধকতা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।
অ্যারোমা দত্ত বলেন, নারীর অর্থনৈতিক কর্মকাণ্ড কতদূর এগিয়েছে তা দেখার ক্ষেত্র হলো নারীর ক্ষমতায়ন।
নারী-পুরুষের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন ব্রতী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ। তিনি বলেন, এগিয়ে যেতে বেশি সংগ্রাম করতে হয় নারীদের।
এক দশকেরও বেশি সময় ধরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে 'নারীর জয়, সবার জয়' প্রচারণায় নেতৃত্ব দিচ্ছে।
এই প্রচারাভিযান দেশব্যাপী ২০ হাজারের বেশি নারী নেত্রী নিয়ে একটি বৈচিত্র্যময় বহু-দলীয় নেটওয়ার্ক গড়ে তুলেছে।