নারী দিবসে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ বানচাল করে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

পাহারারত কয়েকজন পুলিশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, রাজধানী ঢাকায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সমাবেশ পুলিশ বানচাল করে দিয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলেরনেতাকর্মীরা সমবেত হয়। সংক্ষিপ্ত সমাবেশের পর মিছিল বের করলে, পুলিশ বাধা দেয়।

পুলিশের বাধার নিন্দা জানিয়ে স্লোগান দিয়ে, ঘটনাস্থল ত্যাগ করেন মহিলা দলের নেতাকর্মীরা।জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, “আন্তর্জাতিক নারী দিবসে পুলিশ নারীদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয়নি; এটা খুবই দুঃখজনক।”

“দেশের নারী সমাজের অবস্থান কেমন, এ ঘটনা তার প্রমাণ বহন করে। আমরা আজকের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেয়ার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই;” বলেন আফরোজা আব্বাস।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, “মিছিল-সমাবেশের অনুমতি না থাকায় আমরা তাদের বাধা দিয়েছি। আলোচনা সভা করার অনুমতি দেয়া হয়েছে এবং তারা তা করেছে।”