বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নারীরাই তাদের ক্ষমতায়নের মূল শক্তি। শুক্রবার (৮ মার্চ) সকালে, নওগাঁ জেলার সাপাহার উপজেলায়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
কিছু অশুভ শক্তি নারীদের পিছিয়ে দিতে চায় বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হতে নারীদের প্রতি আহবান জানান।
বাংলাদেশে নারীর সংখ্যা অর্ধেক নয়, অর্ধেকের বেশি। ভোটার তালিকা দেখলে সেটা স্পষ্ট হয়ে যায়; বলেন সাধন চন্দ্র মজুমদার।
নারীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।