অফশোর ব্যাংকিং আইন ২০২৪–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

বৈদেশিক মুদ্রা। প্রতীকী ছবি।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে অফশোর ব্যাংকিং আইন, ২০২৪–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, প্রস্তাবিত আইন অনুযায়ী অনাবাসিক ব্যক্তি বা বিদেশি প্রতিষ্ঠান, যারা এখানে বিনিয়োগ করবে, তারা অফশোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে।

তিনি বলেন, “অফশোর ব্যাংকিং করতে হলে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স লাগে। যারা এই লাইসেন্স পেয়েছেন তাদের নতুন লাইসেন্স করার প্রয়োজন নেই।”

যুক্তরাষ্ট্রের ডলার, যুক্তরাজ্যের পাউন্ড, ইউরোপীয় ইউনিয়নের ইউরো, জাপানি ইয়েন ও চীনা ইউয়ান-এই পাঁচটি মুদ্রা দিয়ে অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায়।

বিদেশে বসবাসরত বাংলাদেশির কোনো আত্মীয় অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটি একজন সমর্থক হিসেবে পরিচালনা করতে পারবেন।

এখন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থায় যেসব বিদেশিরা অর্থ জমা রাখেন, তাদের দেশ থেকে অর্থ পাঠাতে অনুমতি নিতে হয়। তবে অফশোর ব্যাংকিংয়ের ক্ষেত্রে তারা অবাধে এটি করতে পারেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমরা আশা করি, এখানে যারা ব্যবসা করে লাভবান হবেন তারা এখানে টাকা জমা করতে আগ্রহী হবেন।”

মাহবুব হোসেন বলেন, শুধু রিজার্ভ বাড়ানো নয়, আর্থিক লাভের জন্যও অফশোর ব্যাংকিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “অফশোর অ্যাকাউন্টে কেউ টাকা রাখলে টাকার উৎস সম্পর্কে কেউ জিজ্ঞাসা করবে না।”