ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ: হাসপাতালে আরো এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম।

বাংলাদেশের নোয়াখালী জেলার ভাসানচরে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চার বছর বয়সী রোহিঙ্গা শিশু মুবাসসারা হাসপাতালে মারা গেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে নিয়ে, চিকিৎসাধীন অবস্থায় মারা গলো দুই রোহিঙ্গা শিশু। এর আগে, গত শনিবার রাসেল (৩) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৫ জন চিকিৎসাধীন আছন। তারা হলেন; জোবায়দা (২২), রোসমিনা (৫), রবি আলম (৫), আমেনা খাতুন (২৪) ও সোহেল (৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিদগ্ধ সাত জনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে, রাসেল ও মুবাসসারা নামে দুই শিশু মারা গেছে। আরো পাঁচজন বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক, রোহিঙ্গা শিশু মুবাসসারার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।