ব্যবসায়ীদের প্রতি শেখ হাসিনা: ‘রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে পদক্ষেপ নিন’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের রফতানি পণ্যের বাজার সম্প্রসারণ এবং পণ্য বৈচিত্রকরণে পদক্ষেপ নিতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে গণভবনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় তিনি এ আহবান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। শাখাওয়াত মুন জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “রপ্তানি বাড়াতে পণ্যের বাজার যেমন বাড়াতে হবে, তেমনি পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে।”

উৎপাদিত পণ্যের গুনগত মান যেন নিশ্চিত থাকে, সেদিকেও ব্যবসায়ীদের বিশেষ দৃষ্টি দিতে বলেন শেখ হাসিনা; জানান উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন।

শাখাওয়াত মুন আরো জানান, সাক্ষাৎ কালে প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে বৈশ্বিক পরিস্থিতিসহ নানা কারণে সৃষ্ট কিছু সমস্যা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মনোযোগ দিয়ে শোনেন এবং যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন।

প্রতিনিধি দলে ছিলেন; বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, প্রাক্তন সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, শফিউল ইসলাম ও সিদ্দিকুর রহমান।