নারীর ক্ষমতায়নে অবদান রাখায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে, দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “তাকে ( ভারতের রাষ্ট্রপতিকে) আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের উচ্চ প্রসংশা করেছেন।”
হাছান মাহমুদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন ক্ষমতাধর নারী বলে উল্লেখ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মোট পঞ্চমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায়, শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। নারীর ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন, এর সঙ্গে সহমত পোষণ করেছেন দ্রৌপদী মুর্মু; জানান হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।
“আমি ভারতের রাষ্ট্রপতি-কে বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হিসেবে কেন একজন নারীকে দেখতে পাই না? দেখতে চাই।ভারতের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই মতের সঙ্গে একমত পোষণ করেছেন;” যোগ করেন হাছান মাহমুদ।
তিনি আরো বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির সঙ্গে ভারত সবসময় ছিলো, ভবিষ্যতেও থাকবে।
উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ
ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকর এর সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দিল্লিতে নতুন পার্লামেন্ট ভবনে এই সাক্ষাতে ভারতের উপ-রাষ্ট্রপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করতে অনুরোধ
আসন্ন রমজান মাসে মূল্য স্থিতিশীল রাখতে, বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে, ভারতের রাজ্যসভার লিডার অফ দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালকে অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ করেন হাছান মাহমুদ। নতুন পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত আলোচনায়, দু'দেশের বাণিজ্য সম্পর্ক এবং বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই মন্ত্রী।
বৈঠক সম্পর্কে হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, “আমরা ভারত থেকে যে পচনশীল পণ্যগুলো আমদানি করি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমরা পাই, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বলে জানান হাছান মাহমুদ।
“বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে; ব্যবসা-বাণিজ্য, সংযোগ, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, পানি ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রী;” বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।