বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে, একটি রোহিঙ্গা পরিবারের ৪ জনকে পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ ফ্রেবুয়ারি) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় তাদের পুশব্যাক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে একটি রোহিঙ্গা পরিবার অনুপ্রবেশের চেষ্টা করে।
“পরে, বিজিবি তাদের পুশব্যাক করে। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে;” জানান লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।
হোয়াইক্যং এলাকার বাসিন্দা মোহাম্মদ ফাহিম বলেন, মিয়ানমারের অভ্যন্তরে কয়েকদিন ধরে সংঘর্ষ চলছে। এ কারণে কিছু রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অবস্থান করছিলো।
তিনি আরো জানান, “সোমবার দুপুরের দিকে রোহিঙ্গা পরিবারটি অনুপ্রবেশের চেষ্টা করলে, বিজিবি তাদের আটকে দেয়। আমরা কিছু জেলের কাছ থেকে শুনেছি, শতাধিক রোহিঙ্গা সীমান্তের কাছাকাছি অবস্থান করছে।”
নতুন করে মিয়ানমার থেকে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ দেয়া হবে না বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।