পার্বত্য চট্টগ্রাম: রাঙ্গামাটিতে ইউপিডিএফ-এর ২ সদস্যকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি।

বাংলাদেশের পার্বত্য রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সাজেক থানার পুলিশ।

বন্দুকধারী ব্যক্তিরা বাঘাইছরি উপসাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটায়। নিহত দীপায়ন চাকমা (৩৮) ও আশিষ চাকমা (৪৫) ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস্য বলে জানা গেছে।

ইউপিডিএফ দাবি করেছে, জেএসএস সন্তু লারমা গ্রপের লোকজন এই হত্যার সঙ্গে জড়িত। ইউপিডিএফের অভিযোগ অস্বীকার করেছেন জেএসএস সন্তু লারমা গ্রুপের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা।

তিনি বলেন, সাজেক এলাকায় জেএসএসের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। ইউপিডিএফের অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।

সাজেক পুলিশ সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল জানান, অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছে।

রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, বাঘাইছড়ির মাচালং এলাকায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করবে পুলিশ।