শেখ হাসিনা: ‘ডাটা সংকটের কারণে চিকিৎসা গবেষণায় পিছিয়ে আছে বাংলাদেশ’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে নির্ভরযোগ্য ক্লিনিক্যাল ডাটা অবকাঠামোসহ বায়োম্যাটেরিয়ালের সংকট রয়েছে। এ কারণে বৃহত্তর চিকিৎসা গবেষণায় বাংলাদেশ পিছিয়ে থাকছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

এই গোলটেবিল আলোচনার শিরোনাম ছিলো, “বায়োব্যাংকিং উইথ বাংলাদেশ: এ জয়েন্ট অ্যাপ্রোচ টু ডিজিজ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিভেনশন।” বাংলাদেশে ন্যাশনাল বায়ো-ব্যাংক প্রতিষ্ঠার ভিত্তি স্থাপনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বেশ কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে ক্লিনিক্যাল কেয়ার, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় অনেকখানি অগ্রগতি অর্জন করেছে।

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচি প্রদানে সরকারের সাংবিধানিক ও বৈশ্বিক অঙ্গীকারের অংশ হিসেবে, গ্রামীণ পর্যায়ে প্রায় ১৮ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “চিকিৎসা খাতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা চালু করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এখন, বাংলাদেশে প্রতিস্থাপন গবেষণা সক্ষমতা উন্নয়নের জন্য একটি বিশ্বমানের বায়ো-ব্যাংক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

“চিকিৎসা এবং জীবন বিজ্ঞানের অন্যান্য শাখার উদ্ভাবন এবং আবিষ্কারের প্রচার করবে বায়ো-ব্যাংক। এটি রোগ নির্ণয়, প্রতিরোধ এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য উন্নতি করতে পারে;” যোগ করেন শেখ হাসিনা।

তিনি জানান, ২ হাজার ৬৫০ শয্যার হাসপাতাল, আটটি অনুষদ, ৬৮টি বিভাগ এবং প্রায় ৫০০ অনুষদ সদস্য নিয়ে বাংলাদেশের শীর্ষ স্নাতকোত্তর চিকিৎসা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সুবিধা তত্ত্বাবধানের সক্ষমতা রয়েছে।

শেখ হাসিনা আরো উল্লেখ করেন যে এই বায়ো-ব্যাংকে অবদান রাখা কেবল আর্থিক পছন্দের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি মানবিক কাজ। এই উদ্যোগে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করছে, তাদের ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

একটি উন্নত ও স্বাস্থ্যকর বিশ্ব হিসেবে গড়ে তুলতে, একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

“আসুন আমরা এই বায়োব্যাংককে বাস্তবে রূপ দিতে একসঙ্গে কাজ করি। এটি আমাদের আশার প্রতীক, যা আরো ভাল স্বাস্থ্যকর বিশ্বের দিকে আমাদের পরিচালিত করবে;” যোগ করেন শেখ হাসিনা।