বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়, সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার(২৯ জানুয়ারি) কক্সবাজার ও বান্দরবান জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সেখানে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় কালে, সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান বিজিবি মহাপরিচালক।
সম্প্রতি বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার জুড়ে সংঘাতময় পরিস্থিতি চলছে। যার প্রভাব রয়েছে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে।
সংঘাতময় পরিস্থিতির এমন প্রেক্ষাপটে বিজিবি সদস্যদের বাড়তি সতর্কতার নির্দেশ দেয়া হলো।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বক্তব্য
এর আগে শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন যে মিয়ানমার সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন হাছান মাহমুদ।
“মিয়ানমারের রাখাইনে উত্তেজনাকর পরিস্থিতি হঠাৎ করে নয়, বেশ কিছুদিন ধরেই চলছে। আমাদের সীমান্তরক্ষীরা অনেক আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে;” জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।