বিএনপিকে দেশি-বিদেশিরা 'কালো আর লাল পতাকা' দেখিয়েছে, বললেন হাছান মাহমুদ

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আয়োজিত ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২৭ জানুয়ারি, ২০২৪।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপি না কি কালো পতাকা মিছিল ডেকেছে। অথচ বিএনপির নির্বাচন ভন্ডুলের চক্রান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে দেশের জনগণ।”

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে একথা কথা বলেন তিনি।

জনগণ নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুণনির্বাচিত করে বিএনপিকে ইতিমধ্যেই কালো পতাকা দেখিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন হাছান মাহমুদ।

নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে, দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিন সোমবার (৩০ জানুয়ারি) সারা দেশে কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সমাবেশে হাছান মাহমুদ বলেন, নির্বাচনের আগে যে বিদেশিদের কাছে বিএনপি ''বারবার ধর্ণা দিয়েছিলো'', তারাও নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়েছে।

“তারা নির্বাচনের প্রশংসা করেছে, শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজের আগ্রহ ব্যক্ত করেছে। অর্থাৎ, বিদেশিরাও বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে;” যোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান। (ফাইল ছবি)

সরকারের 'ম্যান্ডেট নেই'

এর আগে, শুক্রবার (২৬ জানুয়ারি) এক কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ বা বর্তমান সরকার গঠিত হয়নি।

“জনগণের ভোটে সংসদ ও সরকার গঠিত হয়নি। সুতরাং এটা জনগণের সংসদ নয়, জনগণের সরকার নয়,” তিনি বলেন।

তিনি বলেন, ৭ জানুয়ারি ভোটারদের অংশগ্রহণ ছাড়া একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

“সরকার বন্দুক, রাইফেল ও গুলি দিয়ে শক্তি প্রয়োগ করে জনগণকে দমন করার চেষ্টা করতে পারে। শেষ পর্যন্ত তারা জনগণের কাছে পরাজিত হবে,” মঈন খান বলেন,