ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজে, পাকিস্তানকে ৩৬ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে, টানা দ্বিতীয় জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
টস জিতে, দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। অধিনায়ক সুমাইয়া আক্তার ২৪ বলে ৩২ রান করেন।
এছাড়া বাংলাদেশের হয়ে আরবিন তানি ৩১, সুমাইয়া সুবর্ণা ২৪ ও রাবেয়া খান ২৩ রান করেন।বাংলাদেশের দুটি উইকেট নেন আনোশা নাসির।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০০ রান তোলে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে ওপেনার আইমান ফাতিমা ৩৯ এবং আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন। আফিয়া আসিমা পাকিস্তানের ২টি এবং ফারিয়া আক্তার ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন।
খেলা শেষে, ২৩ রান ও একটি উইকেট নেয়া স্পিনার রাবেয়া খান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এর আগে, বুধবার (২৫ জানুয়ারি) একই ভেন্যুতে ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি সিরিজে, শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ভালো সূচনা করে বাংলাদেশ।