হাছান মাহমুদ: ‘রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে অনুদান ও ঋণ দেবে বিশ্বব্যাংক’

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেকের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২৩ জানুয়ারি, ২০২৪।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন রোহিঙ্গা ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৭০ কোটি ডলার অনুদান ও সহজ শর্তে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান. হাছান মাহমুদ। বিশ্বব্যাংক বিদ্যমান সম্পর্ক জোরদার ও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ৭০ কোটি ডলারের মধ্যে, রোহিঙ্গাদের জন্য ৩১ কোটি ৫০ লাখ ডলার এবং বৃহত্তর স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৩৮ কোটি ৫০ লাখ ডলার সহজ শর্তে ঋণ দেবে।

বিশ্বব্যাংক এই মুহূর্তে বাংলাদেশের ৫৬টি প্রকল্পে ১, ৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছে বলে জানান হাছান মাহমুদ।

সাক্ষাৎকালে, আব্দুলায়ে সেক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায়, হাছান মাহমুদকে অভিনন্দন জানান। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে, বিশেষ করে পরিবেশ ও স্বাস্থ্য খাতে সহায়তা করার জন্য, বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মসাহমুদ।

তারা বাংলাদেশে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় কিভাবে সহায়তা বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে, বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।