বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা করার উপর স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

ভারতের উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদ।

উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরে এখনই কোনও সমীক্ষা করা যাবে না বলে জানিয়ে দিল ভারতের সুপ্রিম কোর্ট।

সমীক্ষার জন্য মসজিদ পরিদর্শনে স্থানীয় এক কমিশনার নিয়োগ করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই নির্দেশেও স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

মঙ্গলবার ১৬ জানুয়ারি এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এখনই সমীক্ষা করা যাবে না।

এই মামলায় হিন্দু পক্ষের দাবি, কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে তৈরি হয়েছিল জ্ঞানবাপী মসজিদ। ইতিহাস তুলে ধরে তারা দাবি করেছে, শেষবারের মতো এখানে বড় হামলা হয় মোঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়। তখনই তৈরি হয় জ্ঞানবাপী মসজিদ।

২০২৩ সালের ২১ জুলাই হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা এলাকার বাইরে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই-কে সমীক্ষার অনুমতি দিয়েছিলেন বারাণসী জেলা আদালতের বিচারক। এ ব্যাপারে গত ১৮ ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছিল আরকিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছিল শীর্ষ আদালতে।

গত বছর, ২০২৩-এ জেলা প্রশাসনের সমীক্ষায় জ্ঞানবাপী মসজিদের চত্ত্বর থেকে একটি পাথরখণ্ড উদ্ধার হয়। সেটি কাশী বিশ্বনাথ মন্দিরের আসল শিবলিঙ্গ বলে দাবি করে হিন্দু পক্ষ।

এছাড়া এই মসজিদের গায়ে শৃঙ্গার গৌরী দেবীর মূর্তি খোদাই করা আছে। এই মূর্তি সারা বছর পুজো করার অনুমতি চেয়ে মামলা করেছিলেন পাঁচ জন মহিলা। সেই মামলার সূত্র ধরেই এএসআই-এর সমীক্ষার নির্দেশ দেন বারাণসী জেলা আদালতের বিচারক।

জেলা আদালতের নির্দেশই বহাল রেখেছিল এলাহাবাদ হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল মুসলিম পক্ষ। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করল ভারতের শীর্ষ আদালত।