বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর বড় ধরনের চাপ আছে; এ কথা স্বীকার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, “সরকার এসব পণ্যের মূল্য সামর্থ্যের মধ্যে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ওবায়দুল কাদের উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের প্রাথমিক চ্যালেঞ্জের কথা তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “পদ্মা সেতু ও ঢাকা মেট্রোরেল উদ্বোধনের পরও সড়কে যথাযথ শৃঙ্খলা আসেনি। আমরা একটি পরিকল্পনা প্রণয়ন করেছি, যা বাস্তবায়িত হলে শৃঙ্খলা ফিরে আসবে।”
জাতীয় উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন ওবায়দুল কাদের।
শেখ হাসিনার নির্দেশনা
এর আগে, শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নবনিযুক্ত মন্ত্রীদের নির্দেশ দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে এ নির্দেশ দেন শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। সালাহউদ্দিন জানান যে এটি ছিলো মন্ত্রিসভার অনানুষ্ঠানিক বৈঠক।
সালাহউদ্দিন উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী বলেছেন, “পবিত্র রমজান আসছে এবং এ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”
সালাহউদ্দিন আরো জানান, রমজান মাসে পণ্যের কৃত্রিম সংকট রোধ করতে, বড় মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রীদের নিয়মিত মজুদ বিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দেন শেখ হাসিনা; জানান সচিব সালাহউদ্দিন।
তিনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন, যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে।”