রুহুল কবির রিজভী: ‘বিএনপি নতুন কর্মসূচি প্রণয়ন করছে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন যে আন্দোণরের নতুর কর্মসূচি প্রণয়ন করছে বিএনপি।

শনিবার (১৩ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

“নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করতে বিএনপি নতুন কর্মসূচি প্রণয়ন করছে;” উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “অবশ্যই আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে ভাবছি। আমাদের নেতারা প্রায় প্রতিদিনই বসছেন। আমাদের কর্মসূচি চূড়ান্ত হয়ে গেলে আপনাদের জানাবো।”

তিনি আরো জানান, তাদের দল এখনো বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর সমমনা দলগুলো বিএনপির সঙ্গে আছে।

“তাদের (মিত্রদের) সঙ্গে কথা বলার মতো অনেকগুলো বিষয় আছে... আমরা সবার সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি প্রণয়ন করবো এবং পরে আপনাদের জানাবো;” যোগ করেন রুহুল কবির রিজভী।

ক্ষমতাসীন দল এখন “অবৈধ ব্যক্তিদের” নিয়ে সরকার গঠন করে তা উদযাপন করছে বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, “ক্ষমতাসীন দলের এ ধরনের উৎসব একদিন তাদের (আওয়ামী লীগের) পরাজয় ও পতনের মধ্য দিয়ে জনগণের উৎসব হবে।”

বিএনপির সিনিয়র যগ্ম-মহাসচিব বলেন, ক্ষমতাসীন দল একতরফা নির্বাচন করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আনন্দ করছে।

“জনগণকে পরাভূত করে তারা যে আনন্দ পায়, তা একদিন তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সেদিন জনগণ বিজয়ী হবে;” বলেন রিজভী।

তিনি আরো বলেন, ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনো বৃথা যাবে না।

সাধারণ মানুষের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে সরকার অবৈধ ক্ষমতার স্বাদ নিচ্ছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

ওবায়দুল কাদের: বিরোধী দল নিষেধাজ্ঞার আশা করছে

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে এই সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে, সেজন্য বিরোধীদল তাদের বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে।

বিরোধীরা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞার আশা করছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানানোর পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো নিষেধাজ্ঞা বা ভিসা নীতি নিয়ে মাথা ঘামান না।