প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নতুন সরকারে ১৯ জন নতুন মুখ নিয়ে ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।
নতুন মন্ত্রিসভায় বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী স্থান পাননি। ফলে ২৮ মন্ত্রণালয় ও বিভাগে নতুন মুখ এসেছে। এ ছাড়া, আগের মন্ত্রিসভার কয়েকজনকে নতুন মন্ত্রিসভায় রাখা হলেও কারও কারও মন্ত্রণালয় পরিবর্তন করা হয়েছে। তাদের কয়েকজন আগের মন্ত্রণালয়ের দায়িত্বেই বহাল রয়েছেন।
পূর্ণ মন্ত্রীদের মধ্যে যারা একই মন্ত্রণালয়ে রয়েছেন তারা হলেন—আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়), ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (শিল্প মন্ত্রণালয়), আসাদুজ্জামান খান কামাল (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), তাজুল ইসলাম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), আনিসুল হক (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য মন্ত্রণালয়) এবং ফরিদুল হক খান (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়)।
এ ছাড়া, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারা আগের মন্ত্রণালয়েরই দায়িত্ব পেয়েছেন।
চার প্রতিমন্ত্রী যারা একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তারা হলেন- নসরুল হামিদ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন মন্ত্রণালয়), জুনাইদ আহমেদ পলক (আইসিটি মন্ত্রণালয়) ও জাহিদ ফারুক (পানিসম্পদ মন্ত্রণালয়)।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে।