নির্বাচনে বিজয়ী হওয়ায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারতসহ ৭টি দেশ।
সোমবার সকালে (৮ জানুয়ারি) সকালে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা নিজ দেশ ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন পৌঁছে দেন।
ভারতের অভিনন্দন
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রণয় ভার্মা ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন।
এসময়, ভারতের পক্ষ থেকে দুই দেশের জাতীয় উন্নয়নের সমর্থনে দ্বিপক্ষীয় অংশীদারিত্বে আরো শক্তিশালী অগ্রগতি প্রত্যাশা করা হয়।
হাইকমিশনার প্রণয় ভার্মা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নতুন মেয়াদে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো জোরদার হবে।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে এবং মুক্তিযুদ্ধে তাদের অভিন্ন আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে একটি স্থিতিশীল, প্রগতিশীল ও সমৃদ্ধ জাতির স্বপ্ন বাস্তবায়নে ভারত তাদের সমর্থন অব্যাহত রাখবে।
ভুটানের অভিনন্দন
ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন পত্রে উল্লেখ করেন, তার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন করেছে। আর, ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ভুটান এ উপলক্ষে বাংলাদেশের জনগণের সঙ্গে আনন্দিত।
অভিনন্দন পত্রে ভুটানের রাজা ভুটান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক আরো জোরদার হবে বলে আস্থা প্রকাশ করেন। ভুটানের রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক, ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিব নাথ রায়ের মাধ্যমে অভিনন্দন পত্র পাঠান।
চীনের অভিনন্দন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে।
সোমবার সকালে রাষ্ট্রদূত ইয়াও চীনা নেতাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
চীনের রাষ্ট্রদূত জানান, দীর্ঘ দিনের প্রতিষ্ঠিত বন্ধুত্ব এগিয়ে নিতে, পারস্পরিক আস্থা বাড়াতে এবং বাস্তবিক সহযোগিতা আরো গভীর করতে, চীনা নেতারা তার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
এছাড়া আগা খান ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ এর একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।