বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর বেনাপোল এক্সপ্রেসসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ২১টি ট্রেনের যাত্রা দুই দিনের জন্য স্থগিত করেছে।
নির্বাচনের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বলবৎ থাকবে নির্বাচনের দিন রবিবার (৭ জানুয়ারি) পর্যন্ত।
ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে শুক্রবার (৫ জানুয়ারি) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান জানান, “অনিবার্য কারণবশত শনিবার ও রবিবার বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস বন্ধ থাকবে।”
পাশাপাশি মহানন্দা আপ ও ডাউন, রকেট আপ ও গাউন, পদ্মরাগ ২১/২২, রংপুর শাটল ৯৭/৯৮, ঢাকা কমিউটার- ৯৯, রাজশাহী কমিউটার ৫/৬ ও বগুড়া কমিউটার ৫/৬ শনিবার ও রবিবার বন্ধ থাকবে বলে জানান তিনি।
এ ছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) শনিবার আংশিক চলবে এবং রবিবার পুরোপুরি বন্ধ থাকবে।
নিহত ৪ জন
এর আগে, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে ট্রেনটির অন্তত ৫টি বগি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় দগ্ধ হয়ে অন্তত চার যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সংস্থাটির সাতটি ইউনিট আগুন নিয়ন্তণে কাজ শুরু করে। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে পাঁচটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে।
চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসীম।
ফায়ার সার্ভিসের আরেক মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ট্রেনটির কয়েকটি বগিতে আগুন দেয় ধরিয়ে দেয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।