বাংলাদেশ নির্বাচন: মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৪ প্রার্থীকে জরিমানা

নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী, মাশরাফী বিন মোর্ত্তজা।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে, নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী, মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৪ প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ ডিসেম্বর) নড়াইল শহরের হামিদ ম্যানশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিসুর রহমান দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে এই জরিমানা করেন।

নির্বাচন বিধি মতে, পৌরসভা এলাকায় দেয়ালে পোস্টার লাগানো আচরণ বিধির লঙ্ঘন।

জরিমানায় মাশরাফী বিন মোর্ত্তজাকে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের মো. লতিফুর রহমানকে তিন হাজার এবং ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমানকে (মিনার) দুই হাজার টাকা জরিমানা করা হয়।

নড়াইলে এবারের নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি দিলো নির্বাচন কমিশন (ইসি)।

ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার দড়ি দিয়ে ঝুলানোর কথা। তাদের পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে।

তিনি বলেন, “এজন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধি এবং অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।”

প্রার্থীদের জরিমানার বিষয়টি নড়াইল জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী নিশ্চিত করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে ছয় জন সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।