বাংলাদেশর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল নিয়ে আপিল আবেদন খারিজ হয়ে গেছে। তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে, শাম্মীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেন তিনি।
শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) শুনানি অনুষ্ঠিত হয় এবং তার আপিল আবেদন খারিজ হয়ে যায়। আপিল খারিজ হয়ে যাওয়ায়, নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়লেন তিনি।
শাম্মী আহমেদের আবেদন কমিশনে খারিজ হয়ে যাওয়া, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দু’টি পিটিশন দাখিল করেন।
একটি ছিলো, তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং অন্যটি ছিলো পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে।
শাম্মী তার পিটিশনে অভিযোগ করেছিলেন যে পঙ্কজ দেবনাথ তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায় তথ্য গোপন করেছেন।