বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বোয়িং কেনার যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, এটা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত নয়। বড় দেশগুলোর কূটনীতিকেরা সরাসরি তাদের বিভিন্ন পণ্য কেনার ওপর জোর দেন, কিন্তু বাংলাদেশ তা নেতিবাচকভাবে নেয় না।
তিনি বলেন, “এটা তাদের দায়িত্ব ও কর্তব্যের অংশ। সব রাষ্ট্রদূতই এটা করেন। আমরাও একই কাজ করি, কিন্তু এটা তাদের (বিদেশি কূটনীতিকদের) মতো নয়।”
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকরা বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি এই মন্তব্য করেন।
আব্দুল মোমেন বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের প্রস্তাব আসছে এটা সত্য নয়, এটা অনেক আগে থেকেই আলোচনায় ছিল।
তিনি বলেন, সরকার বিমানবহরের জন্য ক্রয়ের বৈচিত্রের দিকে নজর রাখছে এবং এয়ারবাস থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ এয়ারবাসের কাছ থেকে কিনতে সম্মত হওয়ার পর বোয়িং এখন কম দামে দিচ্ছে।
তিনি বলেন, “তারা আমাদের অনুরোধ করেছে, কিন্তু আমরা এটিকে আমাদের ওপর চাপ হিসাবে নিচ্ছি না।”
আব্দুল মোমেন বলেন, এই মুহূর্তে সরকার আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে, তবে আর্থিক অবস্থার উন্নতি হলে এটি ক্রয় করবে।
আরেক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো বন্ধুপ্রতীম দেশগুলো বাংলাদেশকে পরামর্শ দেয় এবং যেসব পরামর্শ দেশের জন্য ভালো মনে হয় বাংলাদেশ সেসব পরামর্শ গ্রহণ করে।
তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভালো ও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার অপেক্ষায় রয়েছি।”
দুই দেশের মধ্যে কোনো ধরনের অস্বস্তির কথা নাকচ করে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়েই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।
''যুক্তরাষ্ট্র অহিংস নির্বাচন চায়। আমরা বলেছি এটার গ্যারান্টি আমরা দিতে পারব না। এটা আমাদের সংস্কৃতির ওপর, সব দল এবং মতের নেতৃত্বের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর নির্ভর করে। তারা সেটা বোঝে।”
তিনি বলেন, সারা দেশে নির্বাচনের ঢেউ বইছে এবং অংশগ্রহণমূলক নির্বাচন মানেই জনগণের অংশগ্রহণ।
আরেক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র খুবই খুশি।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। সম্পর্ক খুবই আন্তরিক।”