বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, “নাশকতা কিংবা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না; সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।” মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খাঁন বলেন, “যে দল নাশকতার কথা বলছে, এটা তাদেরই প্র্যাকটিস। তারা নির্বাচনে সুনিশ্চিত পরাজয় জেনেই ভিন্ন পন্থা নিয়েছে; নির্বাচনকে প্রতিহত করার জন্য অগণতান্ত্রিক উপায় অবলম্বন করছে।আমরা মনে করি, নির্বাচনের বাইরে আমাদের আর কোনো কিছু নেই, যার মাধ্যমে তারা (বিএনপি) ক্ষমতা বদলাতে পারে। ক্ষমতায় আসতে হলে তাদের নির্বাচনে আসবে হবে, এটাই সহজ পথ।”