বাংলাদেশ নির্বাচন: খোলা স্থানে সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ; জানালেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

খোলা স্থানে সমাবেশ করার জন্য, বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে অনুমতি দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে, তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা ইসির কাছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিলাম। কিন্তু ইসি তা গ্রহণ করেনি। আমরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে চাই না বলে, সেখানে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করেছি।”

ওবায়দুল কাদের জানান, “আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ একটি ইনডোর কর্মসূচি পালন করবে।”

“আসন্ন সাধারণ নির্বাচন বর্জন, অবরোধ ও হরতাল ডাকা গণতান্ত্রিক আচরণ নয়;” বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।