বাংলাদেশ নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ১ শতাংশ ভোটারের সই দাখিলের বিধান চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ সুপ্রিমকোর্ট

স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে, মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের সই থাকার বিধান রয়েছে। এই বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী রায়হান কাওসার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তার পক্ষে আইনজীবী ইউসুফ আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হবে।

আইনজীবী ইউসুফ আলী বলেন, “মনোনয়নপত্র দাখিলের সময় স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সই থাকার বিধান সরাসরি সংবিধানের সঙ্গে সাংঘষির্ষক। সংবিধান অনুযায়ী ভোট হবে গোপন ব্যালটের মাধ্যমে। কিন্তু, ভোটের আগেই এক শতাংশ ভোটারকে সই করে বলতে হবে আমি সংশ্লিষ্ট স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবো।”

তিনি বলেন, “এক শতাংশ ভোটোরের সইয়ের বিধান থাকার কারণে, অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এই বিধান তুলে দিলে স্বতন্ত্র প্রার্থীরা ঝামেলামুক্তভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। এ কারণে, জনস্বার্থে রিট আবেদন দায়ের করেছি।”

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) এর ১২ (২) (৩এ) (এ) ধারায় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থীদের নিজ নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংবলিত সইযুক্ত তালিকা থাকতে হয়। আর, ভোটারদের সইয়ের গরমিলের কারণে, অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।