ইপিবি: গত বছরের তুলনায় নভেম্বরে বাংলাদেশ থেকে ৬ শতাংশ কম পণ্য রপ্তানি হয়েছে

২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় ২০২২ সালের একই মাসের তুলনায় ৬ দশমিক ০৫ শতাংশ কমেছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় ২০২২ সালের একই মাসের তুলনায় ৬ দশমিক ০৫ শতাংশ কমেছে। সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে রপ্তানি আয় এসেছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলার। তবে, আগের মাসের (অক্টোবর) তুলনায় রপ্তানি বেড়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) প্রকাশিত ইপিবির প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে রপ্তানি আয় করেছে ৩৭৬ কোটি৫ ডলার। তৈরি পোশাক (আরএমজি) চালান উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় রপ্তানি কমেছে বলে জানায় ইপিবি। আরএমজি সেক্টরের রপ্তানি নভেম্বরে ৪০৫ কোটি ডলারে নেমে এসেছে; যা গত বছরের একই মাসের তুলনায় ৭ দশমিক ৪৫ শতাংশ কম।

নিটওয়্যার সাবসেক্টরে পোশাকের চালান বিশেষভাবে কমে গেছে। গতমাসে এই উপখাতে আয় হয়েছে ২৩১ কোটি ডলার; যা আগের চেয়ে ৩ দশমিক ১৮ শতাংশ কম। ওভেন পোশাক থেকেও আয় ১২ দশমিক ৫৯ শতাংশ কমে, ১৭৩ কোটি ডলার হয়েছে।

তবে, চলতি অর্থবছরের ২০২৩-২৪ সালের ৫ মাসে (জুলাই-নভেম্বর) সামগ্রিক রপ্তানি আয় ১ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২২৩ কোটি ডলার হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যা ছিলো ২১৯৪ কোটি ডলার।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে; প্রধান খাতগুলোর মধ্যে, তৈরি পোশাক ছাড়া বাকি সব খাতে রপ্তানি কমেছে। এর মধ্যে রয়েছে; হিমায়িত খাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল এবং আরো কিছু উপ-খাত।