হাইকোর্টের রুল: ‘যুবদল নেতা আমিনুরকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা দেয়া কেন অবৈধ নয়’

বাংলাদেশ হাইকোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যশোর জেলা শাখার কারাবন্দী সহসভাপতি অসুস্থ আমিনুর রহমানকে চিকিৎসা দেয়ার সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো কেন অবৈধ ঘোষণা করা হবে না; তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৪ ডিসেম্বর) এ আদেশ দেন। একই সঙ্গে, আমিনুর রহমানকে ১০ দিনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে রবিবার (৩ ডিসেম্বর) যশোর জেলা যুবদলের কারাবন্দী সহসভাপতি অসুস্থ মো. আমিনুর রহমানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় চিকিৎসা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন হাইকোর্ট।

আমিনুর রহমানের স্ত্রী রাহাত আরা খান এই রিট আবেদন করেন। রবিবার রাহাত আরা খানের পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার কায়সার কামাল। রিটে আমিনুর রহমানের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়।

গত ২৯ নভেম্বর ‘ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে যুবদল নেতাকে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন বিএনপিপন্থী আইনজীবী। এসময় স্বপ্রণোদিত আদেশ চান তারা।হাইকোর্ট আদেশ নাদিয়ে বিষয়টি রিট আবেদন হিসেবে দায়ের করতে বলেন। এর পর, রিট আবেদন করা হয়।