বাংলাদেশ নির্বাচন: উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলির নির্দেশ দিয়েছে ইসি

নির্বাচন কমিশন ভবন (ফাইল ছবি)

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, পর্যায়ক্রমে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো উপজেলায় এক বছরের বেশি সময় ধরে কর্মরত ইউএনওদের বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে, পর্যায়ক্রমে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় ইসি।

ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে, পর্যায়ক্রমে ইউএনওদের বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে কমিশন। এতে বলা হয়, “২০২৩ সালের ৫ ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠাতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

উল্লেখ্য, বাংলাদেশে মোট ৪৯৫ টি উপজেলা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে ৩০ নভেম্বর। এখন প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন। মোট ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।