বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত।

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশটির বিভিন্ন স্থানে শনিবার (২ ডিসেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি সকাল ৯টা ৩৫ মিনিটে অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো কুমিল্লা জেলায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৮৬ কিলোমিটার।

দ্রুত বের হওয়ার সময় আহত ৩০ জন

ভূমিকম্পের সময়, কুমিল্লা ও চাঁদপুরে ভবন থেকে দ্রুত বের হওয়ার সময় পোশাক কারখানার ১৭ শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি পোশাক কারখানার ১৭ শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, “মীরশ্বানি এলাকার একটি পোশাক কারখানার ১৭ শ্রমিক আহত হয়েছেন।”

অন্য একটি স্থানে ভবন থেকে বের হওয়ার সময় কলেজ শিক্ষার্থীসহ আরো ৩ জন আহত হয়েছেন।আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর জেলা শহরে ভূমিকম্পের সময় বহুতল ভবন থেকে বের হওয়ার সময় ১০ জন আহত হয়েছেন।তবে, তাদের সবাই সামান্য আহত হয়েছেন বলে চাঁদপুর জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে।