বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হরতাল কর্মসূচি পালন করেছে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধী দল। সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল শেষ হয় সন্ধ্যা ৬টায়।
দিনব্যাপী এই হরতাল সকাল থেকে শিথিলভাবে চলে। অগ্নিসংযোগের আশঙ্কা সত্ত্বেও রাজধানী ঢাকার রাস্তায় গণপরিবহনসহ বেশ কিছু যানবাহন চলাচল এবং সব গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের বিরুদ্ধে প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবি জানাতে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিরোধী দলগুলো এই কর্মসূচি পালন করে।
বিরোধী দলগুলো এখন পর্যন্ত ৮ দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে।
গাজীপুরে দুটি কাভার্ডভ্যান ও একটি বাসে আগুন
এদিকে বিএনপি ও সমমনা বিরোধী দলের কর্মসূচি চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরে দাহ্য পদার্থ ছুঁড়ে দুর্বৃত্তরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া, সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর জিরানী বাজারে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে দুর্বৃত্তরা দুটি কাভার্ডভ্যানে দাহ্য পদার্থ ছুঁড়ে দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র সেশন মাস্টার আব্দুস সামাদ জানান, দুর্বৃত্তরা ভোরে ভোগড়া বাইপাস মোড়ে পার্ক করা একটি কাভার্ডভ্যান ও একটি চলন্ত কাভার্ডভ্যানে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুটি কাভার্ডভ্যানই তৈরি পোশাক কারখানার মালামাল বহন করছিল।
অন্যদিকে গাজীপুরের সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কে ঢাকাগামী একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
তিনি বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাসে অল্প কয়েকজন যাত্রী ছিল।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, তিশা পরিবহনের কয়েকটি বাস মহাসড়কের আইরিশ হিল রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো ছিল। রাত ৩টার দিকে খবর পাই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
তিনি আরও বলেন, আগুনের ঘটনায় ৩টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি। হরতালকে সামনে রেখে এমন অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে।