মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫টি অগ্নিসংযোগ হয়েছে: ফায়ার সার্ভিস

অগ্নিসংযোগের ঘটনা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায়, অন্তত ৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের উপ-পরিচালক শাহজাহান শিকদার বলেন, “এ সময় মোট ৫টি গাড়িতে আগুন দেয়া হয়েছে; এর একটি ঘটনা ঘটে সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে ঢাকার শ্যামলী এলাকায়।

এ সময়ের মধ্যে তিনটি বাস, একটি ট্রাক ও একটি ট্রেনের বগি পুড়িয়ে দেওয়া হয় বলে জানান উপ-পরিচালক শাহজাহান শিকদার। তিনি আরো জানান, “ঢাকা শহর, হবিগঞ্জ, টাঙ্গাইল, খুলনা ও পাবনার ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৫০ জন সদস্য এসব আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।”

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে অবরোধ ও হরতাল চলাকালে এ পর্যন্ত ২২২টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগ কার্যালয়, বিএনপি কার্যালয়, পুলিশ বক্স, কাউন্সিলর কার্যালয়, বিদ্যুৎ কার্যালয়, বাস কাউন্টার ও শোরুমসহ ১১টি স্থাপনা পুড়ে যায়।