বাংলাদেশ নির্বাচন: ২৯৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৯৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৯৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে, কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে, একই দিন মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করে বাংলাদেশ আওয়ামী লীগ। সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগ ও এর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান।

মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, আওয়ামী লীগের তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সাকিব আল হাসান। আর, ঢাকা-১০ আসনে অভিনেতা ফেরদৌস আহমেদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ঢাকা-১০ আসনে অভিনেতা ফেরদৌস আহমেদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এর আগে ঢাকা-১০ ও ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। আর, মাশরাফি বিন মুর্তজা তার নড়াইল-২ আসনে আবার মনোনয়ন পেয়েছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরো ২৩ জন।